চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেশিনারির বদলে এল মদ বিয়ার

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

চীন থেকে মেশিনারি পণ্য আমদানির ঘোষণা দিয়ে ওয়াইন, বিয়ার, ব্রাউন সুগার, নুডলসসহ ঘোষণাবহির্ভূত নানা পণ্য আনলো বাংলাদেশ চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
ঘোষণা বহির্ভূত এসব পণ্য বন্দর দিয়ে খালাস করার সময় চট্টগ্রাম কাস্টমসের আনস্টাফিং শাখার দায়িত্বপ্রাপ্তদের হাতে ধরা পড়ে এই চালান। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) পণ্য খালাসকালে কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হয় চালানটি। চালানটি খালাসের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট বিপাশা এন্টারপ্রাইজ। চট্টগ্রাম কাস্টম হাউজের যুগ্ম কমিশনার সাধন কুমার কু- পূর্বকোণকে জানান, ‘চীন থেকে ৬৬৯ প্যাকেটজাত এক হাজার ৪০৬ মেট্রিক টন প্লান্ট মেশিনারি পণ্য আমদানির ঘোষণা দেয় বাংলাদেশ চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি। গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকৃত পণ্য তল্লাশিকালে ধরা পড়ে মাদকসহ ঘোষণাবহির্ভূত পণ্য। আমার পণ্যগুলো বন্দর কর্তৃপক্ষকে নিরাপত্তা বেষ্টনিতে রাখতে বলেছি যাতে সেখান থেকে কোনো পণ্য খোয়া না যায়। তবে কি পরিমাণ অবৈধ পণ্য ছিল তা জানতে সব কার্টন পরীক্ষা করে নিশ্চিত হতে হবে বলে জানান তিনি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট