চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পশ্চিম বাকলিয়ায় বিএনপি প্রার্থীর প্রচারকালে নোমান

আরিফুল ইসলামকে বিজয়ী করে সরকারের দুঃশাসনের জবাব দিন

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড উপ-নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। গতকাল মঙ্গলবার তাঁরা এ প্রচারণা চালান। এ সময় বিএনপির নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাথে ছিলেন। ২৫ জুলাই নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এ কে এম আরিফুল ইসলাম (ডিউক)। তিনি এ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম এ কে এম জাফরুল ইসলামের পুত্র। প্রচারণাকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপির প্রার্থী এ কে এম আরিফুল ইসলাম (ডিউক) কে বিজয়ী করে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। আর সেই আন্দোলন হবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের মানুষের গণতন্ত্র মুক্তির আন্দোলন। তিনি দুপুরে পশ্চিম বাকলিয়া ডিসি

রোড আফগান মসজিদ এলাকায় প্রচারণার শেষ দিনে বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম আরিফুল ইসলাম (ডিউক)’র মিষ্টি কুমড়া প্রতীকের প্রচারণাকালে এ কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে নিয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছে সরকার। নির্বাচন যদি সুষ্ঠু হলে এ কে এম আরিফুল ইসলাম (ডিউক)’র মিষ্টি কুমড়ার প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবেন।
প্রচারাণাকালে বিএনপি প্রার্থী এ কে এম আরিফুল ইসলাম (ডিউক) বলেন, আমার বাবা এ কে এম জাফরুল ইসলাম আপনাদের একজন প্রিয় মানুষ ছিলেন। আমি তাঁর অসমাপ্ত কাজ সম্পূন্ন করতে আপনাদের রায় চাই।
প্রচারণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর বিএনপি নেতা ইব্রাহিম বাচ্চু, অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাইল বাবুল, জসিম উদ্দিন চৌধুরী, মুন্নি আকতার, শাহেদা বেগম, ১৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দর, সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দিন, বিএনপি নেতা শেখ আলা উদ্দিন, হাজী ইউনুস, জামির উদ্দিন বাবলু, আবদুল কাদের, আশাদুর রহমান টিপু, মো. শাহজাহান, হাজী ইউনুস, আয়ুব খান, এস এম ফারুক, এস এম পারভেজ, হোসেন সওদাগর, রাজা মিয়া, নূর মোহাম্মদ, কানিজ ফাতেমা, রোকন উদ্দৌলা, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ সেলিম, হাচি মিয়া, মো. জাহাঙ্গির আলম, মোহাম্মদ ওয়ালিম, মোহাম্মদ সাকিল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট