চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘ছেলেধরা’ গুজব ঠেকাতে পুলিশের ব্যাপক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

‘ছেলেধরা’ গুজব ঠেকাতে নগরী ও জেলায় ব্যাপক প্রচারণা শুরু করেছে পুলিশ। মাইকিং, পথসভার মাধ্যমে গুজব শুনে আইন হাতে তুলে না নেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করছে পুলিশ। এদিকে‘ ছেলেধরা গুজব’ ছড়িয়ে যারা রাষ্ট্রের পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করছে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণœ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নগরীর ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। একইভাবে ছেলেধরা গুজব রটনাকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। ‘গুজব’ থেকে সাবধান!’ শিরোনামে নগর

পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছেলে ধরা’ একটি গুজব। এর কোনো ভিত্তি নেই। পদ্মা সেতু আমাদের জাতির দীর্ঘদিনের আশা-আকক্সক্ষার প্রতীক। রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা অপরিসীম। যারা পদ্মাসেতুর মতো এমন একটি সুন্দর বিষয়কে অসুন্দর করার অপপ্রয়াসে এসব গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‘এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করুন এবং পুলিশের হাতে তুলে দিন। প্রয়োজনে ৯৯৯ এ ফোন করে তাদের তথ্য দিন। ‘ছেলে ধরা’ গুজবে কান দিয়ে কাউকে আহত করা, কাউকে প্রহার করা বা কাউকে শাস্তি দেওয়া চরম অন্যায় এবং গর্হিত অপরাধ। চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকায় এ ধরনের কোনো তথ্য থাকলে দয়া করে ০১৭৬৯৬৯১১৬২/০৩১৬৩০৩৭৫- নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কমিশনার স্যারের নির্দেশে নগরীর ১৬ থানায় ওসিদের তত্ত্বাবধানে বিভিন্ন গুরুত্বপুর্ন স্পট, স্কুলে সচেতনতামূলক সভা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছেন, জেলার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গুজবের বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। জনবহুল স্থানগুলোতে স্থানীয় কর্মকর্তাদের গিয়ে সচেতনতামূলক সভা করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট