চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাউজানের প্রবাসী হাসানের মৃত্যু রহস্য স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদদাতা, রাউজান

২৪ জুলাই, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

রাউজানের বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী মোহাম্মদ হাসানের চট্টগ্রাম নগরীর শ্বশুর বাড়িতে রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্ত্রী নাসিমা আক্তার (৩৮) ও শ্যালক মোহাম্মদ হোসেন (২৩) গ্রেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতে জামিন নিতে গেলে
। ১১ পৃষ্ঠার ৮ম ক.

আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলা পরিচালনাকারী এডভোকেট মো. মামুনুর রশিদ নূরী বলেন ‘মঙ্গলবার আসামিরা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১’এ জামিন নিতে গেলে আদালত পিডাব্লিউমূলে আসামিদের জেলে প্রেরণ করেন।’ এ প্রসঙ্গে মামলার বাদি ভিকটিমের মা আনজুমান খাতুন পুত্রবধূ গ্রেপ্তারে সন্তুষ্টি প্রকাশ করে বলেন ‘আমি যেন ন্যায় বিচার পাই, যেন অপরাধীদের উপযুক্ত শাস্তি হয়, সে দাবি করছি আদালতের কাছে।’ নিহত হাসানের বোনের জামাতা এম. সাইমন বলেন ‘আমাদের একটা চাওয়া বিদেশে পলাতক আসামিসহ সকল আসামিকে ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’
মামলার বাদি আনজুমান খাতুন ও আত্মীয় এম.সাইমন জানায়, এ মামলার তারিখ ছিল গত ১৬ জুলাই। এদিন পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার ৬ আসামির মধ্যে ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। যাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ও গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে, তারা হলেন ভিকটিমের স্ত্রী নাসিমা আক্তার (৩৮), মোহাম্মদ হাসান (২৮), মোহাম্মদ হোসেন (২৩)। তাদের বিরুদ্ধে প্রবাসী হাসানকে আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে। যে অপর তিন আসামিকে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে, তারা হলেন ঝিনু আক্তার (২৫), মোহাম্মদ রফিক (৬০) ও নিলুয়ারা বেগম (৫২)। গতকাল মঙ্গলবার অভিযুক্তরা জামিন নিতে গেলে আদালত ওই দু’জনের জামিন না মঞ্জুর করে। অপর আসামি ভিকটিমের অপর শ্যালক মোহাম্মদ হাসান (২৮) পলাতক রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট