চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাংসদ নদভীর ত্রাণ বিতরণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

২৪ জুলাই, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার উপজেলার জঙ্গল পদুয়া, ধলিবিলা, আধুনগর মছদিয়া, বড়হাতিয়া সেনেরহাটসহ বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার ত্রাণ বিতরণ করেন লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস.এম ইউনুছ, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, এইচ এম গণি স¤্রাট, আবদুল জব্বার, নুরুল হক নুনু, জহির উদ্দিন, বাদশা খালেদ, ফিরোজ কামাল, শাহাদত হোসাইন শাহেদ, ওবাইদুল হক ওবাইদু প্রমুখ। এদিকে, লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একইদিন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। বৃক্ষ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. জহির উদ্দিন, শাহাব উদ্দিন চৌধুরী, নিবাস দাশ সাগর, এইচ এম গনি স¤্রাট, এসএম আবদুল জব্বার, শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান, ব্যবসায়ী মুহাম্মদ আবদুল মালেক।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট