চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাঁশখালীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক

২৩ জুলাই, ২০১৯ | ৫:১৬ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলায় ছেলেধরা সন্দেহে ৪ যুবককে গণপিটুনির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গণপিটুনিতে আহত যুবক মো.জনি বাদী হয়ে মারধর ও নগদ টাকা লুটের একটি মামলা দায়ের করেন।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) বাঁশখালী থানায় ৬জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

বাঁশখালী থানার এস.আই. সাজ্জাদ হোসেন পূর্বকোণ আনলাইনকে বলেন, গতকাল সাধনপুর ও হামিদ কাজীপাড়ায় ছেলেধরা সন্দেহে ৪ যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আজ আহত জনি বাদি হয়ে মারধর ও টাকা লুটের অভিযোগে ১৪৩/৩২৩/৩২৫/৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

বাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ছেলেধরা সন্দেহে ৪ যুবককে গণপিটুনির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শুরু করেছি। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার বাহাড়ছড়া ইউনিয়নের হামিদ কাজীপাড়ায় ও সাধনপুর ইউপির বাণীগ্রামে ছেলেধরা সন্দেহে ৪ যুবককে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

পূর্বকোণ/ডেস্ক

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট