চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২ | ৮:১৯ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রির দায়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাড়ে ৩ হাজার  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে  খুলশী থানাধীন ঝাউতলা বাজারে  এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অন্যদিকে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে চকবাজার মোড় থেকে ফুলতলা পর্যন্ত, তেলিপট্টি রোড ও কাতালগঞ্জ এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে ভাসমান দোকানপাট ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়। অভিযানকালে  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট