চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়ার হারুন হত্যা মামলার আসামি বেলাল আটক

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

২৩ জুলাই, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার উত্তর পারুয়া এলাকায় মো. হারুন হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. বেলালকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২১ জুলাই দিবাগত রাতে রাউজান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মো. ওমর ফারুক। গ্রেপ্তার বেলাল রাঙ্গুনিয়ার উত্তর পারুয়া এলাকার জাগের হোসেনের ছেলে।এর আগে গত ৩১ মার্চ রাত ১০টার দিকে হারুনের বসতঘরের সামনে যান বেলাল। সেখানে ভিসা সংক্রান্ত লেনদেনের পূর্ব বিরোধের জের ধরে হারুনের নাম ধরে ডাকাডাকি করেন। তখন হারুন ঘরের ভিতর থেকে সাড়া দিলে বেলাল অতর্কিতভাবে হারুনের বসতঘরের ভিতরে প্রবেশ করে এবং ভিকটিম হারুনকে পেয়ে এলোপাথাড়ি চড়-থাপ্পর মারতে থাকে।
হারুনের স্ত্রী সেলিনা আক্তার বেলালকে বাধা দিলে উক্ত আসামি সেলিনা আক্তারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে বেলাল ক্ষিপ্ত হয়ে হারুনকে সজোরে স্পর্শকাতর জায়গায় এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। মারধরের ফলে হারুন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যান। আত্মীয়স্বজন তাকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতাল, পরে চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হারুন গত ১৮ এপ্রিল মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ১৮ এপ্রিল মামলা করেন।
মামলাটি প্রাথমিকভাবে রাঙ্গুনিয়া থানা পুলিশ তদন্ত করে। চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনা বিধায় মামলাটি পিবিআইচট্টগ্রাম জেলা গ্রহণ করে। এরপর তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোজাম্মেল হক রোববার রাউজানে অভিযান চালিয়ে প্রধান আসামি বেলালকে গ্রেপ্তার করে।
তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের ঘটনায় জড়িত থাকার কথা বেলাল স্বীকার করেছে। গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে সে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট