চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

‘ভিসি ফরিদউদ্দীন, শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়’

চবি সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২২ | ১:৫৭ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ১টার দিকে সমাজতত্ত্ব বিভাগের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান করে তিনি এই দাবি জানিয়েছেন।

ওই প্ল্যাকার্ডে লিখা ছিল ‘ভিসি ফরিদউদ্দীন! শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়, ক্ষমতার মসনদকে লাথি মারতে পারলে শিক্ষক তারে কয়। এখনি পদত্যাগ করুন।”

এ বিষয়ে মাইদুল ইসলাম বলেন, ‘আমি শিক্ষক হিসেবে লজ্জিত। শিক্ষকরাই তো ভিসি হয়। কিন্তু সেই ভিসি যদি পুলিশ দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের সন্তানদের আঘাত করে তখন তিনি আর শিক্ষক থাকেন না। আমি শাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ভিসি ফরিদের পদত্যাগ চাই।’

পূর্বকোণ/রায়হান/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট