চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

পুলিশ বলছে তারা সবাই ইয়াবা ব্যবসায়ী

বাঁশখালী সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২২ | ১২:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ১৩ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তারা ইয়াবার ব্যবসায় জড়িত।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় পুঁইছড়ি ফুটখালী প্রধান সড়কের ব্রিজের ওপর পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানখালী গ্রামের মো. নুরুল আবছারের স্ত্রী জাহেদা বেগম জেসমিন (২৫), ইসলামপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ফকিরা বাজার গ্রামের আলী আহম্মদের ছেলে জামাল হোসাইন (২৯), বর-বাড়িয়া ইউপির হাড়িয়ার ঘোপ এলাকার আব্দুল ওয়াদুদ শেখের ছেলে মো. রেজাউল করিম, ভারুয়াখালী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মুরাপাড়া গ্রামের মো. আলমের ছেলে মো. সরোয়ার।

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। পূর্বকোণকে তিনি বলেন, পুঁইছড়ি ফুটখালী প্রধান সড়কের ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা সবাই ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

পূর্বকোণ/অনুপম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট