চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্বর্ণ চোরাচালান মামলায় এক জনের যাবজ্জীবন কারাদ-

২৩ জুলাই, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

স্বর্ণ চোরাচালান মামলার রায়ে শাহনেওয়াজ মোরশেদ নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় দেন। আসামির উপস্থিতে রায় ঘোষণার পর আদালতের আদেশে আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। একই রায়ে আদালত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দিয়েছেন। অতিরিক্ত মহানগর পিপি উত্তম কুমার দত্ত পূর্বকোণকে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। তাই আদালত এ রায় দিয়েছেন। তিনি বলেন, ২০১৩ সালের ২৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসেন শাহনেওয়াজ। এসময় তার কাছ থেকে ১শ ৪৬টি সোনার বার উদ্ধার করে কাস্টমস। এ ঘটনায় পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে একইবছর ১০ নভেম্বর চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। চার্জ গঠনের পর ৮ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত এ রায় দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট