চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সাংবাদিক শহিদ বন মামলায় কারাগারে

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২২ | ৯:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারে পেকুয়ার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি ও সাংবাদিক শহিদুল ইসলাম হিরুকে একটি বন মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম একটি বন মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শহিদুল ইসলাম হিরু পেকুয়া সদর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সাগর দেশ পত্রিকার পেকুয়া প্রতিনিধি।

এদিকে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে স্থানীয় বেশ কজন সাংবাদিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের বন মামলা পরিচালক শাহিনুর রহমান বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষিত বনভূমির পাহাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগে মামলা দায়ের করেছিল চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা। এ মামলায় সোমবার ধার্য্য দিনে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আদালতের নির্দেশে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/জাহেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট