চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গ্রাহকের টাকা লোপাট : রূপসা মাল্টিপারপাসের এমডি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২ | ৯:২২ অপরাহ্ণ

মাল্টিপারপাসের নামে গ্রাহকের টাকা লোপাটের অভিযোগে নগরীর ইপিজেড এলাকার রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির এমডি জাকির হোসেন হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ জানুয়ারি) রাতে শরীয়তপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা রয়েছে। গতকাল রাতে তাকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি ইপিজেড এলাকা থেকে এনজিওটির কথিত চেয়ারম্যান মুজিবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। তারা নগরীর ইপিজেড এলাকায়  রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে গার্মেন্টস শ্রমিকদের নানা প্রলোভনে টাকা সঞ্চয় করাতেন। এভাবে দেড় লাখ শ্রমিকের প্রায় চার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মাল্টিপারপাস কর্মকর্তাদের বিরুদ্ধে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট