চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘মানবাধিকারকর্মীর’ ট্রলিব্যাগে মিলল সাড়ে ৩ হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২ | ৮:১২ অপরাহ্ণ

নগরীর বাকলিয়ায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি করে তিন হাজার ৬৩০ পিস ইয়াবাসহ এক ‘মানবাধিকার কর্মী’কে আটক করেছে র‌্যাব । রবিবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর বাকলিয়ায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি করে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. নাছিবুর রহমানের (৪৩) বাড়ি ফরিদপুর জেলায়। তার কাছ থেকে ‘সোসাইটি ফর এস্টাবলিশ এন্ড ইমপ্লিমেন্ট অব হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠনের উপ-মহাব্যবস্থাপক ও পরিচালক পদের পরিচয় পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান ‘গোপন সাংবাদের ভিত্তিতে  নাছিবুরকে আটক করে তার ট্রলিব্যাগে তল্লাশি করা হয় । তাতে একটি ল্যাপটপ ও ল্যাপটপের চার্জার এবং একটি পাওয়ার ব্যাংকের ভেতরে কালো টেপে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে সে চট্টগ্রামে এসেছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট