চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

উখিয়ায় র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি, যুবক আটক

উখিয়া সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২২ | ৩:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব সদস্য পরিচয়ে চাঁদা আদায়কালে সুমন মুন্সী (৩০) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব -১৫। আটক যুবক গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার আকবর আলী মুন্সির ছেলে।

রবিবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার বালুখালী বাজার থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২৪ জানুয়ারি) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে র‌্যাব বালুখালী বাজারে অভিযান চালায়। এসময় র‍্যাব পরিচয়ে চাঁদা দাবি করা এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে র‍্যাবের জ্যাকেট পরিহিত অবস্থায় আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ভূয়া র‍্যাব আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, সে একজন চাকরিচ্যুত সেনা সদস্য এবং সে দীর্ঘদিন ধরে র‍্যাব পরিচয়ে লোকজনের সাথে প্রতারণা, বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজি করে অর্থ আদায় করে আসছে।

তিনি আরও বলেন, আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট