চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আ.জ.ম নাছির

দলের নীতি আদর্শে নিবেদিত নেতাকর্মীরাই নেতৃত্বে আসবেন

২৩ জুলাই, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দলীয় নীতি আদর্শের প্রতি আনুগত্য প্রকাশে নিবেদিত নেতা-কর্মীরাই স্থানীয় নেতৃত্বে আসবেন। এ ক্ষেত্রে কোন গ্রুপ বিবেচনা নির্বিশেষে সভার মতামত সাপেক্ষে ওয়ার্ড পর্যায়ে নতুন নেতৃত্ব গঠিত হবে। তিনি গতকাল সোমবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আহুত বর্ধিত সভায় সাংগঠনিক নির্দেশনা মূলক বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরো বলেন তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ড পর্যায়ে সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে বলেন, নির্ধারিত তারিখগুলোর মধ্যেই সম্মেলন অনুষ্ঠিত হবে। যদি না হয় তা হলে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রকে অবহিত করা হবে। তিনি আরো বলেন দলের সদস্য সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিটি ইউনিটে নূন্যতম ১৫০ জন করে সদস্য অন্তর্ভুক্তিকরণের বাধ্যবাধকতা অনুুযায়ী তার তালিকা অবশ্যই মহানগর আওয়ামী লীগের দফতরে পেশ করতে হবে। তবে ওয়ার্ড সম্মেলনের আগে ওয়ার্ডের আওতাধীন ইউনিটগুলোতে যাচাই-বাছাই পূর্বক কমিটি গঠন করতে হবে। এ ব্যাপারে যাতে কোন ব্যত্যয় না ঘটে সে ব্যাপারে ওয়ার্ড কমিটির ১০টি তদারকী কমিটিকে মনিটরিং করার নির্দেশনা দেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী তৃণমূল স্তরের নেতৃত্ব গঠনই আওয়ামী লীগের শক্তিকে সুসংহত করবে। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংসদ এম এ লতিফ, উপদেষ্টা শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী, সম্পাদকম-লীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, মাহবুবুল হক মিয়া, মানস রক্ষিত, দেবাশীষ গুহ বুলবুল, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, ডা: ফয়সল ইকবাল চৌধুরী সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ১৫টি থানা, ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট