চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সম্পত্তি নিলামে তুলে ১৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায়

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২২ | ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম অর্থঋণ আদালতের এক নির্দেশনায় ১৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায় হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) যুগ্ম জজ মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৬০ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৮৭২ টাকা পাওনা আদায়ে ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখা মেসার্স পাকিজা এন্টারপ্রাইজের বিরুদ্ধে ২০১৭ সালে মামলা দায়ের করে। ব্যাংকের দাবি ৬০ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৮৭২ টাকার বিপরীতে বাদির বন্ধককৃত তফশীলোক্ত সম্পত্তি নিলামে বিক্রির মাধ্যমে খেলাপি ঋণের ১৬ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট পাওনা আদায়ের জন্য মামলা চলমান রয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট