চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কর্ণফুলীতে প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় আগুন

কর্ণফুলী সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২২ | ১০:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহিন এন্টারপ্রাইজ নামের একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে কারখানাটিতে এ ঘটনা ঘটে।

কারখানার মালিক তাহের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানাটিতে পুরাতন বাতিল প্লাস্টিক সামগ্রী কাঁচামাল হিসেবে ব্যবহার করে নতুন প্লাস্টিক পণ্য তৈরি করা হয়। কারখানার গুদামে মজুদ রাখা পুরাতন প্লাস্টিকের ঝুড়ির স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজন প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

পূর্বকোণ/নয়ন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট