চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সরকারের অব্যবস্থাপনায় নগরীর মাঠগুলোও খেলার অনুপযোগী : শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২২ | ১০:৩৩ অপরাহ্ণ

সরকারের অব্যবস্থাপনার কারণে সংস্কারের অভাবে চট্টগ্রাম নগরীর মাঠগুলোও এখন খেলাধুলার অনুপযোগী বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে আমাদের সন্তানেরা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে দূরে থাকার কারণে যুব সমাজ অবক্ষয়ের দিকে ঝুকে পড়েছে। তাই দ্রুত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় খেলার মাঠ তৈরি করতে হবে।

শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টায় নগরীর কালামিয়া বাজার এলাকায় মরহুম সোলেমান স্মৃতি অলিম্পিক আয়োজিত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, শিক্ষার্থীদের অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে হবে। এর জন্য সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম সোলায়মান স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও যুবনেতা মোহাম্মদ মুসা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, বিএনপির সাবেক গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহিউদ্দিন, বাকলিয়া থানা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর, সাইফুল ইসলাম নীরব, মো. ইসহাক খান, মহিউদ্দিন রনি, যুবদল নেতা মো. ফারুক, মো. টিপু, মো. মাহাবুব সিদ্দিক, নুরু ইসলাম মাসুম, মোহাম্মদ জাবেদ, শাহেদ, তুষার, সুমন, আলামিন, ইলিয়াছ, সাজ্জাত, বাবুল, নুর ইসলাম, ইকবাল, এরশাদ প্রমুখ।

বাকলিয়া সূর্য তরুণ ক্লাবের সাথে মিয়াজী কিংসের মধ্যে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আনুষ্ঠিত হয়। এতে ফাইনাল খেলায় বাকলিয়া সূর্য তরুণ ক্লাব চ্যাম্পিয়ন হয়।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট