চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিধিনিষেধ মানাতে সাধ্যের সব করবো

২২ জানুয়ারি, ২০২২ | ১:০৬ অপরাহ্ণ

মোহাম্মদ মমিনুর রহমান

সরকারি বিধিনিষেধ নিয়ে সচেতনতা তৈরি করতে শনিবার (আজ) থেকে আমাদের ১৫টি স্বেচ্ছাসেবী দল নগরজুড়ে কাজ করবে। তারা মাইকিং এর মাধ্যমে বিধিনিষেধ মানতে সচেতনতা তৈরির পাশাপাশি মানুষকে বিনামূল্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে। এছাড়া যারা এখনও টিকা নেননি তাদের টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে উদ্বুদ্ধ করবে। যারা বিধিনিষেধ মানবে না তাদের আইনের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালতের ৪টি দল প্রতিদিন অভিযান পরিচালনা করবে। ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্ট, হোটেল, বিনোদনকেন্দ্র, কমিউনিটি সেন্টারসহ জনসমাগম হয় এমন সব জায়গায় নিয়মিত অভিযান পরিচালনা করবে। তারা তাদের সাধ্যের মধ্যে সবাইকে বিধিনিষেধ মানাতে কাজ করবে।

এখন যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে তা নিবৃত্তিমূলক। তাই আমরা আইন প্রয়োগের চেয়ে জনগণকে করোনা নিয়ে সচেতন হওয়ার জন্যই বেশি উদ্বুদ্ধ করবো। কারণ শুধু ম্যাজিস্ট্রেট বা পুলিশ দিয়ে করোনা মোকাবিলা সম্ভব নয়। মানুষকেও সচেতন হতে হবে। তাদের সচেতন করতে আমরা প্রচারণা চালাবো। বিধিনিষেধ মানতে উদ্বুদ্ধ করবো।

লেখক: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট