চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সোশ্যাল মুভমেন্ট’র ৩০ হাজার চারা বিতরণ

২৩ জুলাই, ২০১৯ | ১:১২ পূর্বাহ্ণ

‘গাছ লাগান নিজে বাঁচুন, পরিবেশ জীব বৈচিত্র বাঁচান’ এই স্লোগান নিয়ে সামাজিক সংগঠন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট’র উদ্যোগে ফলজ, বনজ ও ঔষুধি এক লাখ গাছের চারা বিতরণ করা হবে। ২০ জুলাই শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে ৩০ হাজার চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির ২য় দিন মিরসরাই, আনোয়ারা, কর্ণফুলি, সাউদার্ন ইউনিভার্সিটি, কাপ্তাই, জোরারগঞ্জ, ফেনীর বিভিন্ন স্কুল-কলেজে এসব চারা বিতরণ করা হয়। আনোয়ারা উপজেলার বারখাইন গ্রামে ২শ প্রতিবন্ধীর মাঝে ২২শ চারা বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহাব উদ্দিন। এছাড়াও রোটারী ক্লাবের সহায়তায় প্রতিবন্ধীদের মাঝে স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন জামাল উদ্দিন, রোটারী ক্লাবের সদস্য ইঞ্জিনিয়ার আলতাফ মুহাম্মাদ হান্নান, সপ্তক’র সেক্রেটারি উৎপল বড়ুয়া, এডভোকেট হুমায়ুন আকবর, ফারহান মুহিব, সাগর চৌধুরী, আল-মামুন, হাসনাত ও সৈকত।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট