চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘বিদ্রোহী’ হটাতে সাতকানিয়ায় উপজেলা আওয়ামী লীগের চিঠি

সাতকানিয়া সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২২ | ১১:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের হটাতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

চিঠিতে আগামী ২২ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানানো হয়েছে। নইলে তাদের বিরুদ্ধে দলীয় পদ বাতিলসহ প্রাথমিক সদস্যপদ স্থগিত করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ জানুয়ারি আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়নে মনোনয়ন চূড়ান্ত করা হয়। কিন্তু এরপরও কিছুসংখ্যক নেতাকর্মী বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে তাহার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করে শৃংখলা পরিপন্থী কাজ করেছে।

আরও বলা হয়, দলের মনোনীত প্রার্থীর সাথে ব্যক্তিগত আক্রোশ বা বিদ্বেষপূর্ণ মনোভাব উপেক্ষা করে, দলের বৃহত্তর স্বার্থে দলীয় প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য ২২ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। নইলে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে নিয়োজিত থাকার অভিযোগে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দলীয় পদ বাতিলসহ দলের প্রাথমিক পদ স্থগিত করা হবে।

প্রসঙ্গত, সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য সাতকানিয়ার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাত ইউপিতে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। চরতীতে প্রদীপ কুমার চৌধুরী, নলুয়ায় বর্তমান চেয়ারম্যান তসলিমা আকতার, আমিলাইশে বর্তমান চেয়ারম্যান এইচ এম হানিফ, পশ্চিম ঢেমশায় আবদুল মাবুদ, বাজালিয়ায় শহীদুল্লাহ চৌধুরী, ধর্মপুরে মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ছদাহায় রফিক মাহমুদ, সোনাকানিয়ায় মোহাম্মদ সেলিম উদ্দীন চৌধুরী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

 

পূর্বকোণ/খোকন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট