২৩ জুলাই, ২০১৯ | ১২:৫৯ পূর্বাহ্ণ
চট্টগ্রামে হোটেল ম্যানেজমেন্ট-এ দক্ষ ও মেধা সম্পন্ন জনশক্তি তৈরির লক্ষে সম্প্রতি বিথম্ ইউনিভার্সিটি কলেজ এবং হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম-বে ভিউ এর মধ্যে শিক্ষার্থীদের ইন্টার্নশীপ প্রোগ্রাম প্রদানের লক্ষে এক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। এতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ মো. জাকের হোসেন এবং প্রভাষক উম্মে হুমাইরা, রেডিসন ব্লু এর পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার রবিন এডওয়ার্ডস, এইচ আর ম্যানেজার মো. মনোয়ার হোসাইন, ফিন্যান্স ম্যানেজার মো. শাহ আলম। অধ্যক্ষ মো. জাকের হোসেন বলেন, বর্তমান বিশ্বে চাকুরীসহ অর্থনৈতিক পরিমন্ডলে ট্যুরিজম তথা হোটেল ম্যানেজমেন্টের গুরুত্ব অনস্বীকার্য। বিথম্ ইউনিভার্সিটি কলেজ তাই এই ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের তরুণ প্রজন্মকে হোটেল ম্যানেজমেন্ট প্রোগ্রামে যথাযথ ব্যবহারিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে এই সমঝোতা চুক্তি যুগান্তকারী ভূমিকা পালন করবে। হোটেল রেডিসন ব্লু এর জেনারেল ম্যানেজার রবিন এডওয়ার্ডস বলেন, এই চুক্তির ফলে বিথম্ ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা কোর্স শেষে আমাদের হোটেলে ৬ মাসের নিবিড় ইন্টার্নশীপের সুযোগ পাবে। চট্টগ্রাম তথা বাংলাদেশে হোটেল ম্যানেজমেন্টে দক্ষ ও মেধাসম্পন্ন জনশক্তি তৈরিতে সব ধরনের সহযোগিতা প্রদানে আমরা অংগীকারাবদ্ধ।
উক্ত অনুষ্ঠানে উভয় পক্ষের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি