চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আইআইইউসি’র প্রকাশনা অনুষ্ঠানে ভিসি

বিশ্ব জুড়ে মানবতা আজ বিপর্যস্ত

২৩ জুলাই, ২০১৯ | ১২:৫৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দীন বলেছেন, বিশ্ব জুড়ে মানবতা আজ বিপর্যস্ত। উন্নত বিশ্বের ফোরামগুলো রোহিঙ্গা ইস্যুর প্রতি যথাযথ নজর দিচ্ছে না।
রোহিঙ্গা ইস্যুটি আজ খুব অমানবিকভাবে উপেক্ষিত। গত রবিবার আন্তর্জাতিক রেডক্রস কমিটি, বাংলাদেশ (আইসিআরসি) এবং আইআইইউসি’র শরীয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আয়োজনে হাদিস বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হুদা সোহেল অনূদিত ’ইসলামের আলোকে আন্তর্জাতিক মানবিক আইন শিরোনামের গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইআইইউসি ভিসি এ অভিমত ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ শাফী উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আবদুল লতিফ এমবেক রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসান উল্লাহ। মোড়ক উন্মোচিত গ্রন্থের নির্ধারিত অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এ বি. এম. আবু নোমান এবং আরবী বিভাগের প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের। আরো বক্তব্য রাখেন আইসিআরসির অফিসিয়াল চার্লস ডরম্যান। স্বাগত বক্তব্য রাখেন আইসিআরসি’র বাংলাদেশস্থ ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আবদুল লতিফ এমবেক এবং শরীয়াহ অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল হক নাদভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআইইউসি’র শিক্ষক এ. এফ. এম.নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দীন বলেন, চৌদ্দশ বছর আগে নবী (স.) আল্লাহর পক্ষ থেকে যে আইন দিয়ে গেছেন তা এখনও মানববান্ধব। এই আইনকেই আইসিআরসি মানবিক আইন হিসাবে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট