চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পোর্ট সিটি ইন্টা. ইউনিভার্সিটি পুরকৌশল বিভাগের সেমিনার

২৩ জুলাই, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গত ২০ জুলাই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে রিসার্চ মেথোডলজি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আনোয়ার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর রিভার হারবার এন্ড ল্যান্ডস্লাইড রিসার্চ ইনস্টিটিউট এর সভাপতি ইঞ্জিনিয়ার ড. মো. রিয়াজ আক্তার মল্লিক। মূল প্রবন্ধে, রিসার্চ টপিক সিলেকশন থেকে শুরু করে রিসার্চ মেথোডলজি, লিটারেচার রিভিউ এসব বিষয় কিভাবে লিখতে হয়, সে বিষয় সেমিনারে আলোচনা করা হয়, যা চতুর্থ বর্ষের এবং সকল ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী। মূল বক্তা বলেন, গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো সম্ভব।বিভাগের সভাপতি এহসানুল কবির এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন মোহাম্মদ ইউনুস, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট