১৮ জানুয়ারি, ২০২২ | ৬:১৭ অপরাহ্ণ
কাপ্তাই সংবাদদাতা
রাঙামাটির কাপ্তাইয়ে ৩৬ বছর বয়সী স্বামী পরিত্যক্তা এক নারীকে জঙ্গলে নিয়ে আটকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার পরই পলাতক রয়েছে ধর্ষক।
সোমবার (১৮ জানুয়ারি) চিৎমরম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চংড়াছড়ি এলাকার জঙ্গলে রাতভর এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙ্গামাটি হাসপাতালে নেয়া হয়।
ধর্ষক ছুমং উ মারমা (৪০) একই গ্রামের হ্লাখই মারমার ছেলে।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, সকালে ওই নারী চিকিৎসা নিতে এসে তাকে ধর্ষনের কথা আমাদের জানান। যেহেতু পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই পরীক্ষা না থাকায় আমরা গৃহবধূকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করি।
৩ নম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর পরিবারের সদস্যরা তাকে বিষয়টি অবহিত করেছেন এবং রাঙামাটি হাসপাতালে নিয়ে গেছেন বলে জানান।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী পূর্বকোণকে বলেন, ঘটনার খবর জানার পর আমাদের পুলিশ সদস্য ওই এলাকা এবং হাসপাতালে ছুটে যান। যেহেতু এটা ডাক্তারি পরীক্ষার বিষয়, তাই পরীক্ষা শেষে তদন্তের মাধ্যমে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। এ বিষয়ে এখনো থানায় কেউ মামলা দায়ের বা অভিযোগ করেননি। ঘটনার পর হতে ধর্ষক পলাতক রয়েছে।
পূর্বকোণ/কবির/মামুন/পারভেজ