চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৭৩৮

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২ | ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরও ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এইদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। এর আগে গত সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৪২ জন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৯১ জনের মধ্যে লোহাগাড়ায় ২, সাতকানিয়ায় ১৩, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ২, চন্দনাইশে ৩, পটিয়াতে ৪, বোয়ালখালীতে ১৪, রাঙ্গুনিয়ায় ৩, রাউজানে ৪, হাটহাজারীতে ২১, ফটিকছড়িতে ৩, সন্দ্বীপে ২ ও সীতাকুণ্ড উপজেলার ১৫ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৮৮ জন, অ্যান্টিজেন টেস্টে ১২৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জন, শেভরন হাসপাতাল ৬৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৭৫ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৩ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৩৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৪৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৭ হাজার ৪৩৮ জন। বাকি ২৯ হাজার ১৯ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৬ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৪ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট