চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গরুচোর সন্দেহে গণপিটুনি, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া

২২ জুলাই, ২০১৯ | ১০:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়ায় গরুচোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা। রবিবার (২১ জুলাই) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন সংবাদকর্মীদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। আহত আবদুর রহিম (৩৩) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাজির পাড়ার মরহুম মো. হাছানের ছেলে। পেশায় তিনি রিকশা চালক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়ায় জনৈক কাশেমের গোয়াল ঘর থেকে গরু চুরি করতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে আবদুর রহিম নামের এক রিকশা চালককে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জানান, গভীর রাতে গণপিটুনিতে আহত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২২ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/মনির-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট