চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আরসা প্রধানের ভাই শাহ আলীর বিরুদ্ধে ৩ মামলা

উখিয়া সংবাদদাতা

১৭ জানুয়ারি, ২০২২ | ৪:১৫ অপরাহ্ণ

নিষিদ্ধ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ প্রকাশ আবু আম্মার জুনুনীর ভাই মো. শাহ আলীকে (৫৫) আটকের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) বিকালে আটক এই শাহ আলীর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অপহরণের দায়ে উখিয়া থানায় এসব মামলা রুজু করা হয়।

এর আগে একইদিন ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার ৬নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শাহ আলীকে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ আটক করে ১৪ এপিবিএন।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটলিয়নের অধিনায়ক এসপি মো. নাইমুল হক।
তিনি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়; সে মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আরসা’র প্রধান নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই।

ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার সময় চোখ বাধা অবস্থায় ওই স্থান থেকে সাদিকুল নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

সাদিকুলকে জানান, তাকে এখানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারলে তাকে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানায় তিনি।

এ সময় ক্যাম্প-৬, ব্লক- সি-১০ এর তার নিজ বাসা থেকে ১টি একনলা বন্দুক এবং ১ হাজার পিস ইয়াবা, ১ লক্ষ ১০ হাজার নগদ টাকা ও ১টি বড় চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, শাহ আলীর বিরুদ্ধে অস্ত্র, অপহরণ ও মাদকসহ ৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট