চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বেচ্ছাসেবীর উপর চমেক ব্লাডব্যাংক কর্মীর হামলা : প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞপ্তি

২২ জুলাই, ২০১৯ | ৯:৩১ অপরাহ্ণ

রক্ত দিতে গিয়ে মেডিকেল কর্মচারীদের হামলায় স্বেচ্ছাসেবী মোরশেদুল আলম আহত হওয়ার প্রতিবাদে এক মানববন্ধন সংগঠনের উদ্যোগে আজ ২২ জুলাই নগরীর প্রবর্তক মোড়ে  অনুষ্ঠিত হয়।

সংগঠনের কার্যকরী সদস্য শাহরিয়াজ চৌধুরী রাকিবের সঞ্চালনায় ও মাশফিকুর রহমান চৌধুরী মিশকাতের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরী সদস্য বেলাল চৌধুরী, মডারেটর বোরহান উদ্দিন টিপু, উম্মে আফজানা, কায়সার আলী খান, একুশে ফাউন্ডেশনের পরিচালক শামিম উল্লাহ আদিল, চুনতি ব্লাড ব্যাংকের এডমিন ওমর ফারুক, এহসানুল হক পারভেজ প্রমুখ।

বক্তারা বলেন, রক্ত দিয়ে আমরা মানুষের জীবন বাঁচাতে যাই, আহত হতে নয়। স্বেচ্ছাসেবীর উপর হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, এভাবে যদি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপর হামলা হয় তাহলে দেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে। বক্তারা হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, ১৮ জুলাই দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেলে এক রোগীকে রক্ত দিতে গিয়ে মেডিকেল কর্মচারীদের হামলার শিকার হন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালীর প্রতিষ্ঠাতা ও সংবাদকর্মী মোরশেদুল আলম।
 

 

পুর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট