চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাউজানে আগুনে পুড়ল যুবকের স্বপ্ন

রাউজান সংবাদদাতা

১৭ জানুয়ারি, ২০২২ | ১২:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে একটি পোল্ট্রিফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১ হাজার মুরগি, মুরগির খাবার, ওষুধসহ সম্পূর্ণ ফার্মটি পুড়ে ছাই হয়ে যায়।

রবিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পূর্ব রাউজান এলাকায় এ ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পোল্ট্রিফার্মের মালিক মো. রাশেদ।

রাশেদ জানান, বিভিন্নজনের কাছ থেকে ধারদেনা করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে ফার্মটি করেছিলেন মো. রাশেদুল আলম (৩২)। রাতেও সব ঠিকঠাক ছিল। হঠাৎ মানুষের চিৎকার শুনে এসে দেখি পুরো ফার্ম জুড়ে আগুন। যা নিয়ন্ত্রণেরও বাইরে ছিল। আগুনে পুড়েছে মনের ভেতরে লালিত স্বপ্ন। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।

স্থানীয়রা জানান, ফার্মের দরজা খোলা অবস্থায় ছিল। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করতে পারে। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকেও আগুনের সুত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

ঘটনার প্রতেক্ষ্যদর্শী ফজলু সওদাগর ও সাজ্জাদ জানান, আগুনে পুড়তে থাকা বাঁশের শব্দ শুনে এসে দেখি ফার্মে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই পুরো ফার্মটি পুড়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, ‘স্বাবলম্বী হওয়ার জন্য রাশেদ এ ফার্মটি করেছিল। তার ফার্মে আগুনের বিষয়টি দুঃখজনক।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট