চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় বন্য হাতির তাণ্ডবে আট পরিবারের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

২২ জুলাই, ২০১৯ | ৪:৫৭ অপরাহ্ণ

বন্য হাতির তাণ্ডবে আনোয়ারায় আটটি পরিবারের ঘর-বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। হাতির পালটি বাড়ির  দেয়াল ও ভেঙে দিয়েছে ।

সোমবার (২২ জুলাই) ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে বন্য হাতির এ তাণ্ডব চলে।

স্থানীয়সূত্রে জানা যায়, রাত ১২ টার দিকে একটি হাতির পাল মধ্যম গুয়াপঞ্চক লোকালয়ে ঢুকে পড়ে। হাতির পালটি আবদুল কাদের, জালাল আহমেদ, জাগির আহমেদ, মোহাম্মদ ইদ্রিছ, আবদুল খালেক, আবদুল হক, মোহাম্মদ আলমগীর ও হাসান আলীর ঘরের দেয়াল ভেঙে দেয়। এ তান্ডবে ৫টি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে হাতির পাল বাড়িগুলোর ঘরের দরজা, দেয়াল, রান্নাঘর ভেঙে আসবাবপত্র তছনছ করে দেয়। ঘরের বস্তাভরা ধানগুলো ছিটিয়ে দেয়।

এসময় ভয়ে আতঙ্কিত লোকজন পাকা ঘরের ছাদে উঠে অবস্থান নেয়। সকাল হলেই হাতির পালটি পাহাড়ে চলে গেলেই লোকজনের মাঝে স্বস্তি নেমে আসে। বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বলেন, ৫টি ঘরে হাতির তান্ডবে ছয় থেকে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় লোকজনের মধ্যে হাতির আতঙ্ক দেখা দিয়েছে। অনেক পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে।

স্থানীয় বনকর্মী ফোরকান জানান, বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। বনবিভাগের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, হাতির তান্ডবে বাড়ি-ঘরের ক্ষতি হওয়ার সংবাদ পেয়েছি।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট