চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তিন হাজার কেজি ভেজাল ঘি চট্টগ্রামের বিএসপি ফুডসে, ম্যানেজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২ | ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় বিএসপি ফুডস প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৩৬০ কেজি ভেজাল ঘি জব্দ করেছে র‌্যাব। এ সময় ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম নিজামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আমিনুল ইসলাম ভোলার লালমোহন থানার সবুজবাগের মৃত নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব ভেজাল ঘি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, বিএসপি ফুডস প্রোডাক্টসের ভেতরে বিক্রির উদ্দেশ্যে ভেজাল ঘি তৈরি করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৩৬০ কেজি ভেজাল ঘি, বিপুল পরিমাণ নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম অয়েল ও ডালডা জব্দ করা হয়। পরে ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এর আগেও ওই প্রতিষ্ঠানকে ২০২১ সালে ১ লাখ টাকা, ২০২০ সালে ২১ লাখ টাকা এবং ২০১২ সালে ১ লাখ ৫৫ হাজার টাকাসহ মোট ২৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তার আসামিকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট