চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘটে

রাউজান পৌরসভার কার্যক্রম বন্ধ, পৌরবাসীর দুর্ভোগ চরমে

নিজস্ব সংবাদদাতা , রাউজান

২২ জুলাই, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

পৌরসভা রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশন প্রথা চালু এবং মেয়র-কাউন্সিলরদের সম্মানী ভাতা প্রদানের জন্য বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে সারাদেশের ন্যায় গত ১৪ জুলাই থেকে রাউজান পৌরসভায়ও কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট চলছে। গতকাল রবিবার ওই আন্দোলনের অংশ হিসেবে ৮ম দিন অতিবাহিত রয়েছে। এ যাবৎ অন্যান্য পৌরসভার মতো রাউজান পৌরসভার কার্যক্রমও বন্ধ রয়েছে। অন্যান্য পৌরসভার মতো রাউজান পৌরসভার বেশকিছু কর্মকর্তা-কর্মচারীরাও পৌরসভা সেবা কার্যক্রম বন্ধ রেখে ঢাকার প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘটে অংশগ্রহন করেছে। এতে পৌরসভায় সেবা নিতে আসা শতশত নাগরিক বিপাকে পড়েছে। আন্দোলনের কারণে পরিচ্ছন্ন কর্মীরা ময়লা আবর্জনা অপসারন না করার কারনে দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে ওঠেছে। এতে সাধারণ নাগরিকদের দুর্ভোগ চরম আকার ধারন করেছে, সড়ক বাতি জ্বালানো বন্ধ থাকার কারণে রাতের আধাঁরে নাগরিকদের চলাফেরায় কষ্টকর হয়ে পড়েছে। আন্দোলনের বিষয়ে চট্টগ্রাম জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি, হাটহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল আহাম্মদ খান ও সহ-সভাপতি রাউজান পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়–য়া বলেন, আমাদের ন্যয্য দাবি আদায়ের জন্য দীর্ঘদিন হতে সম্পূর্ণ অহিংস কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু স্থানীয় সরকার বিভাগ হতে বিভিন্ন সময়ে দাবি বাস্তবায়নের ব্যাপারে আশ^াস দিলেও তা বাস্তবায়িত হয়নি। সেহেতু আমাদের পীঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই আমরা বাধ্য হয়ে পৌরসভার সেবা বন্ধ রেখে ঢাকায় আন্দোলনে যোগদান করি। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট