চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উত্তর জেলা আওয়ামী লীগের স্মরণসভায় সালাম

আনোয়ারুল হক বাবুল ছিলেন সৎ আদর্শিক নিভৃতচারী রাজনীতিবিদ

২২ জুলাই, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সীতাকু-ের কৃতি সন্তান মরহুম এডভোকেট আজিজুল হক চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান, উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল হক চৌধুরী বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা গতকাল রবিবার সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালামের সভাপতিত্বে দোস্তবিল্ডিং কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। সংগঠনের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জসিম উদ্দিন শাহ, আইন সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, কার্যনির্বাহী কমিটির সদস্য জাফর আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. সেলিম উদ্দিন, এডভোকেট বাসন্তী প্রভা পালিত, হাসান শহীদ মিলন, অধ্যাপক খুরশিদ আলম, রাশেদ খান মেনন, নাজমুল হুদা মনি, তানভির হোসেন তপু, মো. রেজাউল করিম প্রমুখ। সভায় এম.এ সালাম বলেন, নীতির প্রশ্নে আমৃত্যু আপোষহীন ছিলেন জননেতা আনোয়ারুল হক চৌধুরী বাবুল। তাঁর মত একজন সৎ-আদর্শিক নিভৃতচারী রাজনীতিবিদ বর্তমান সময়ে বিরল। ১/১১ এর রাজনৈতিক দুঃসময়ে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখতে সাহসী ভূমিকা পালন করেন। সমাজকর্মকে তিনি তাঁর রাজনীতির ব্রত হিসেবে নিয়েছিলেন। একজন শিক্ষানুরাগী হিসেবে তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচলানায় সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী রাজনীতির অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হবার নয়। সভার শুরুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট