চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু বিষয়ক সেমিনার

২২ জুলাই, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের ব্যবস্থাপনায় ন্যাশনাল গাইডলাইন ফর ক্লিনিকেল মেনেজেমেন্ট অব ডে্গংু সিনড্রোম বিষয়ে এক বৈজ্ঞানিক সেমিনার কলেজের মেডিকেল এডুকেশন ইউনিটে গত ১৭ জুলাই অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ডা. হাসিনা নাসরীন। সেমিনারের সভাপতিত্ব করেন সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. জয়ব্রত দাশ। সেমিনারে বক্তারা ডেঙ্গুঁ রোগ, তার প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আলোচনা করেন। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউদার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. ঝুলন দাশ শর্মা, অধ্যাপক ডা. অলক কান্তি বিশ্বাস, অধ্যাপক ডা. সানাউল্লাহ, অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, ডা. ধনঞ্জয় মজুমদার, ডা. আতিকুল ইসলাম চৌধুরী, ডা. এম এ কাশেম, ডা. হোসেন আহম্মদ, ডা. কল্যাণ কুমার বড়–য়া, ডা. নাসিমা আক্তার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী ও ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ। – বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট