চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মৎস্য সপ্তাহে র‌্যালি উপজেলায়

মফস্বল ডেস্ক

২২ জুলাই, ২০১৯ | ১২:৫২ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
রাজস্থলী: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে র‌্যালিশেষে আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, খাদ্য গুদামের ওসিএলএসডি মো. নাঈম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা প্রমুখ।
রাঙ্গুনিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়ায় শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। উদ্বোধক ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা শিমুল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা ফেরদৌস খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না ও তথ্যসেবা কর্মকর্তা রোখসানা খাতুন নার্গিস। উপস্থিত ছিলেন মো. ওবাইদুল হক, মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লিফ) খোরশেদ আলম, সফল মৎস্য খামারি এনায়েতুর রহিম, অনন্ত মার্মা চৌধুরী প্রমুখ। সঞ্চালক ছিলেন নুর মোহাম্মদ আজাদ। অনুষ্ঠান শেষে কার্প জাতীয় মিশ্র চাষে এনায়েতুর রহিম, মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদনে অনন্ত মার্মা চৌধুরী ও মাছের পোনা উৎপাদনে প্রভাত দাশকে শ্রেষ্ঠ সফল মৎস্য চাষীর পুরস্কার দেয়া হয়।
চন্দনাইশ: উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার আ.ন.ম. বদরুদ্দোজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। অতিথি ছিলেন মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, কৃষিবিদ স্মৃতি রানী সরকার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা বখতেয়ার আলম, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, আবু বক্কর ছিদ্দিকীসহ বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারীগণ। পরে প্রধান অতিথি উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট