চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাঁশখালীর ৫০ প্রতিষ্ঠানে দুদকের অনুদান হস্তান্তর

২২ জুলাই, ২০১৯ | ১২:৫২ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশন বাঁশখালীর পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক লক্ষ নব্বই হাজার টাকা প্রদান করেছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সম্প্রতি এক সভায় প্রধান অতিথি থেকে স্কুলগুলোর প্রধান শিক্ষকের হাতে এ অর্থ তুলে দেন ইউএনও মোমেনা আক্তার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসতিয়াক আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অসিত সেন, সাংবাদিক অনুপম কুমার দে অভি, ব্যাংকার আসিফুর হক চৌধুরী, প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়–য়া, খোকন চক্রবর্তী, মো. শফিকুর রহমান, মনতোষ দাশ, ঋষিকেশ ভট্টাচার্য, চন্দন দত্ত, কৃষ্ণ প্রসাদ সেন, মো. ওমর ফারুক, অবিনাশ চন্দ্র দেব, অধ্যক্ষ মাহবুবুল হক আনছারী, মৌলানা আবদুর রহিম, অধ্যক্ষ জমির উদ্দিন নেছারী, অধ্যক্ষ রাশেদুল আলম, মীর আহম্মদ আনছারী, মো. আবু তাহের, মো. হোসাইন শরিফী, সঞ্জিব বড়–য়া, মো. জাহাঙ্গীর আলম, তৌহিদুর রহমান ও কামরুল হুদা প্রমুখ।
প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শ্রেণীকক্ষ ও স্কুল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করে সজ্জিতকরণ ও আনন্দমেলার আয়োজনে এ অর্থ প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট