চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ

মফস্বল ডেস্ক

২২ জুলাই, ২০১৯ | ১২:৫১ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
নজিবুল বশর মাইজভা-ারী: ফটিকছড়ির নিজস্ব সংবাদদাতা জানান, গত ২০ জুলাই উপজেলার ধর্মপুর, নানুপুর, বক্তপুর, রোসাংগিরিতে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন নজিবুল বশর মাইজভা-ারী এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ মুজিবুল হক চৌধুরী, সৈয়দ মো. বাকের, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল আরেফিন, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান, ধর্মপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কইয়ুম, বক্তপুর ইউপি চেয়ারম্যান এসএম সোলায়মান, নানুপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি বাবু, রোসাংগিরি ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন প্রমুখ।
নজরুল ইসলাম চৌধুরী এমপি: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, গত ২০ জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বরকল, বরমা, সাতবাড়িয়া, বৈলতলী, হাশিমপুর ও দোহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেছেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। প্রতিটি ইউনিয়নে ২শ’ জন করে ১২শ’ পরিবারে চাল, ডাল, চিড়া, চিনি, তেল, মোমবাতি ও মুড়িসহ বিভিন্ন খাবার বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন চেয়ারম্যান হাবিবুর রহমান, এডিশনাল পি.পি যথাক্রমে এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট নাছির উদ্দীন, আ.লীগ নেতা বলরাম চক্রবর্তী, মাস্টার আহসান ফারুক, এফএম দিদারুল আলম, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম কাজেমী, নবাব আলী, ডা. আবুল হোসেন, মাহমুদুল হক বাবুল, এসএম সালাহ উদ্দীন, কেন্দ্রীয় যুবলীগ নেতা কায়কোবাদ ওসমানী প্রমুখ।
রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ড: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ’ অসহায় পরিবারের নারী-পুরুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত ২০ জুলাই সকালে এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে ৫ কেজি করে এসব ত্রাণ (চাল) বিতরণ করেন পৌরসভার প্যানেল মেয়র ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ বশির উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুছা আলম খান চৌধুরী, জয়নাল, মো. মারুফ ও আজাদ খান।
কেঁওচিয়া ইউনিয়ন ছাত্রলীগ: সাতকানিয়ার নিজস্ব সংবাদদাতা জানান, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নিজস্ব অর্থায়নে গত ১৯ জুলাই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কেঁওচিয়ায় ইউনিয়ন ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. ইমতিয়াজ হোসেন, দিনার মো. ফারুক, রিয়াদ উদ্দীন, মো. রাশেদ, মো. এনাম, তৌহিদ হোসাইন, হাসান সাকিব, মো. ফাহিম, এসএম তৌহিদুল ইসলাম প্রমুখ।
সাতকানিয়া বিএনপি: সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কাঞ্চনা, ঢেমশা, নলুয়া, চরতী, আমিলাইশ ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। দক্ষিণ জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক জামাল হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল গাফ্্ফার চৌধুরী, যুববিষয়ক সম্পাদক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এহসান মৌলা, উপজেলা বিএনপি নেতা মো. নাছির উদ্দিন, এম এ রহিম, ইউলিয়াস আলী, মো. আমিন, মো. রফিক, দক্ষিণ জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম আব্বাস, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. খালেদ, উপজেলা যুবদল নেতা আব্দুল মান্নান, মো. সেলিম, মো. আরমান, মো. আবু, মোজাহের প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট