চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বোধনের বিজয় মুহূর্ত উদযাপন

নিজস্ব প্রতিবেদক 

১৫ ডিসেম্বর, ২০২১ | ৯:৫৩ অপরাহ্ণ

“আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূণ্য করো দহন-দানে….” শিল্পীদের সমবেত গান ও প্রদীপের আলোয় বিজয় দিবস উদযাপন করলো বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুল সন্মুখে দিবসটি উদযাপন করা হয়। এতে মুক্তিযুদ্ধের গৌরবগাথা, স্বাধীনতার বর্ণাঢ্য ইতিহাস ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে শিল্পীরা গান-কবিতা পরিবেশন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় অধ্যাপক শম্ভুনাথ দাশ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম’র সভাপতি হাসান জাহাঙ্গীর, গণজাগরণ মঞ্চের সংগঠক সুনীল ধর, উদীচী আহবায়ক কমিটির আহবায়ক মাহবুবুর রহমান চৌধুরী, কবি মহুয়া ভট্টাচার্য। কথামালায় আরো উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সহ সভাপতি আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী।

আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন প্রমা আবৃত্তি সংগঠনের মানুজুর মুন্না, কিশোয়ার জাহান চৌধুরী, রাবেয়া জামান এ্যাঞ্জেলা, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সুজয় দে, কণ্ঠনীড় বাচিক চর্চা কেন্দ্রের দীপান্বিতা চৌধুরী, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রিয়ম কৃষ্ণ দে, স্বদেশ আবৃত্তি সংগঠনের সানজিদা রহমান।

এছাড়া বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আবৃত্তিশিল্পী মিনু মিত্র, রমা দাশগুপ্তা, জসিম উদ্দিন, সাজ্জাদ চৌধুরী, লিংকন বিশ্বাস, সুচিত্রা বৈদ্য, সেঁউতি মজুমদার, দেবাশীষ বড়ুয়া, বাসু বড়ুয়া, শর্মিলা বড়ুয়া, প্রিয়াংকা দাশ, শ্রাবণী দাশ, কলি সরকার, সুষ্মি অধিকারী, রাজন্যা বিশ্বাস, শ্রেষ্ঠা বিশ্বাস, শিবাদ্রী ঘোষ, একান্ত পাল, সৃষ্টি ভৌমিক, যুবরাজ বিশ্বাস, ওয়াজিহা আহমেদ মাইশা, তানিশা চৌধুরী, সুপ্তি দাশ, প্রীতি বড়ুয়া, পূর্ণা দাশ, শুভাগত বড়ুয়া, সুচয়ন সেনগুপ্ত, এবিএম আলবেরুনী প্রমুখ উপস্থিত ছিলেন।

সুবর্ণজয়ন্তীর এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী, বিপ্লব কুমার শীল, মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল, পার্থ বড়ুয়া প্রমুখ।

কথা ও কবিতার ফাঁকে জাগরণের গান পরিবেশনায় ছিলো উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন সঞ্জয় পাল, ঈশা দে ও ইভান পাল।

 

পূর্বকোণ/এএ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট