চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সন্দ্বীপে ফলাফল বিপর্যয়

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

১৯ জুলাই, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.১৯ হলেও সন্দ্বীপে ৫০.৬৯%। কলেজ-মাদরাসা উভয় ক্ষেত্রে বিগত বছরের চেয়ে পাসের হার অনেক কমেছে। সন্দ্বীপে গত বছর পাসের হার ছিল ৫৫.৮৯%।
কলেজ শাখা চালুর দ্বিতীয় বছরের মাথায় প্রথম ব্যাচে এবার ভাল ফলাফল করেছে মগধরা স্কুল এন্ড কলেজ। তাদের পাসের হার ৮১.৮২%। তার উল্টো দিকে আছে দ্বীপের একমাত্র সরকারি কলেজ সরকারি হাজী আবদুল বাতেন ডিগ্রি কলেজ। এই কলেজে পাসের হার শতকরা ৩৮.৮৭%। উত্তর সন্দ্বীপ কলেজে পাসের হার ৫৮.৮০%, মুস্তাফিজুর রহমান কলেজে পাসের হার ৫৮.২০%, সাউথ সন্দ্বীপ কলেজে পাসের হার ৫১.২৪ %, আবুল কাসেম হায়দার মহিলা কলেজে পাসের হার ৪০.৫৭%।
অন্যদিকে মাদরাসা পর্যায়ে কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় পাসের হার ৮৬.৯৫% কাটগড় ইসলামিয়া ফাজিল মাদরাসায় পাসের হার ৮৬.২৩% এবং বশিরিয়া আহমদিয়া আলহাজ আবু বকর সিদ্দিক ফাজিল মাদরাসায় পাসের হার ৮০.৪৮%।
সন্দ্বীপ উপজেলায় প্রথম স্থান অধিকারী মগধরা স্কুল এন্ড কলেজে ২২ জনের মধ্যে পাস করেছে ১৮ জন, উত্তর সন্দ্বীপ কলেজে ২৮৪ জনের মধ্যে পাস করেছে ১৬৭ জন, মুস্তাফিজুর রহমান কলেজে ৩১১ জনের মধ্যে পাস করেছে ১৮১ জন, সাউথ সন্দ্বীপ কলেজে ৩৬৩ জনের মধ্যে পাস করেছে ১৮৬ জন, আবুল কাসেম হায়দার মহিলা কলেজে ১০৬ জনের মধ্যে পাস করেছে ৪২ জন এবং সন্দ্বীপ সরকারি হাজী এবি কলেজে ৬৭৪ জনের মধ্যে পাস করেছে ২৬২ জন।
ব্যবসায় শিক্ষা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদরাসায় ২৩ জনের মধ্যে পাস করেছে ২০ জন। এছাড়া ২ জন জিপিএ-৫ পেয়েছে। কাটগড় ইসলামিয়া ফাজিল মাদরাসায় ৩৪ জনের মধ্যে পাস করেছে ৩০ জন। বশিরিয়া আহমদিয়া আলহাজ আবু বকর সিদ্দিক ফাজিল মাদরাসায় ৪১ জনের মধ্যে পাস করেছে ৩৩ জন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট