চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অনুসন্ধানে পুলিশ মোটরসাইকেল ধরিয়ে দিলো মালিককে

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

১৯ জুলাই, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

গত ১৬ মার্চ উপজেলার মাদক বিকিকিনির অন্যতম স্থান শ্রীপুর ভাঙ্গাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিচ ইয়াবাসহ দুই ইয়াবা সরবরাহকারীকে আটক করেছিল পুলিশ। এ সময় পুলিশ তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে। জব্দকৃত মোটর সাইকেলটির মালিকের হদিস পাওয়া যাচ্ছিল না বহুদিন। এ নিয়ে অনুসন্ধানে নামে পুলিশ। অবশেষে খিতাপচর মজু ভা-ার দরবার শরীফ এলাকার মোহাম্মদ সোলায়মান (৩৬) নামে এক ব্যক্তির সাক্ষ্যমতে নিশ্চিত হওয়া যায় এটি স্থানীয় মৃত সৈয়দুল হকের ছেলে এনামুল হক সজিব (২৫) এর মোটর সাইকেল। বিষয়টি নিশ্চিত হতে মামলার তদন্তকারী কর্মকর্তা বিআরটিএসহ বিভিন্নস্থানে অনুসন্ধান করেন। এরই সূত্র ধরে ১৭ জুলাই (বুধবার) দুপুরে বেঙ্গুরা রেলস্টেশন থেকে এনামুল হক সজিবকে আটক করে পুলিশ। ইতোমধ্যে তার বিরুদ্ধে থানায় আরও ৬টি মামলার হদিস পাওয়া গেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সারোয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। এছাড়া আগামী ২৫ জুলাই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচনে একজন প্রার্থী। তার আটকের ব্যাপারে ক্ষোভ জানিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইছহাক চৌধুরী পূর্বকোণকে বলেন, সজিবকে ষড়যন্ত্রমূলক আটক করা হয়েছে। নির্বাচনে তার নিশ্চিত জয়কে ছিনিয়ে নিতে এ কাজটি করা হয়েছে। উপনির্বাচনে অন্য দুই প্রার্থী হচ্ছেন প্রয়াত ইউপি সদস্য মো. মুজিবুর রহমানের স্ত্রী নাজমা আকতার ঝর্ণা প্রতীক ফুটবল, মো. আবদুল মান্নান প্রতীক টিউবওয়েল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট