চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘প্রতিবন্ধীরা কখনোই সমাজের বোঝা নয়’

নিজস্ব সংবাদদাতা , সীতাকু-

১৯ জুলাই, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

প্রতিবন্ধীরা কখনোই সমাজের বোঝা নয়। তাদের নিজের ভেতরেও যথেষ্ট প্রতিভা আছে। সেই সুপ্ত প্রতিভা কাজে লাগাতে পারলে তারাও সম্পদে পরিণত হতে পারে। অনেক প্রতিবন্ধীই নিজ চেষ্টায় প্রতিষ্ঠিত হয়ে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। গত ১৩ জুলাই সীতাকু-ের বড় দারোগারহাটে জননী কমিউনিটি সেন্টারে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-নির্ভর সংগঠন ফেডারেশন অব ডিপিও বারৈয়ারঢালা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন ইউএনও মিল্টন রায়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের যোগ্য নাগরিক করে তুলতে নানান ব্যবস্থা নিচ্ছে। তাদের স্ব-নির্ভর করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে এসব সেবা দেয়া হবে। ফেডারেশন অব ডিপিও বারৈয়ারঢালা সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, প্রেসক্লাবের সভাপতি এম. সেকান্দর হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, বারৈয়ারঢালা যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট