চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাঁশখালীতে বন্যহাতির মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২১ | ৪:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) লটমনি এলাকায় হাতিটির মৃত্যু হয়। তবে কিভাবে ওই হাতির মৃত্যু হয়েছে সেটা জানাতে পারেনি বনবিভাগের কর্মকর্তারা।

বনবিভাগের কালীপুর রেঞ্জের কর্মকর্তা মো. আলমগীর বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। তবে এর আগে হাতিটি মাটি চাপা দেওয়া হয়েছে। আমরা হাতিটি মাটির নিচ থেকে তোলে এনেছি। হাতিটির ময়নাতদন্তের জন্য ডুলাহাজরা সাফারি পার্ক থেকে চিকিৎসক আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। হাতিটি মধ্যবয়সী হতে পারে।

স্থানীয়রা জানান, হাতিটি খাবার সন্ধানে এসে পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে। তবে হাতির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

সাধনপুর ইউনিয়নের চেয়ার‌ম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা বলেন, ‘গতকাল মঙ্গলবার লটমনি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। পরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আজ বুধবার সকালে বনবিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট