চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারিকে শুদ্ধাচার চর্চা করতে হব’

খাগড়াছড়ি সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২১ | ৭:২১ অপরাহ্ণ

প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারিকে শুদ্ধাচার চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তিনি বলেছেন, সবাইকে জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার আলোকে নিজেদের কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র উদ্যোগে আয়োজিত ‘সুশাসন উন্নয়নে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ ও তথ্য অধিকার আইন, ২০০৯ এর কার্যকর বাস্তবায়ন’ শীর্ষক এক ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, শুধু বেতন বাড়ালেই দুর্নীতি কমবে না, এজন্য মানসিকতার পরিবর্তন করতে হবে।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ওরিয়েন্টেশনের দ্বিতীয় পর্বে তথ্য অধিকার আইন, ২০০৯: বাস্তবায়নে করণীয় এবং তথ্য প্রকাশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা বিষয়ে সেশন পরিচালনা করেন টিআইবি’র ঢাকা কার্যালয়ের এইচআর এ- ওডি’র ডেপুটি ম্যানেজার নাদিরা সুলতানা এবং চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন।

এতে সভাপতিত্বে করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) খাগড়াছড়ির সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেয়ান।

বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ ও উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম।

 

পূর্বকোণ/জহুর/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট