চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাফা’র নির্বাচনে সম্মিলিত ফোরামের প্যানেল পরিচিতি

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২১ | ৪:২৩ অপরাহ্ণ

বৈদেশিক মূদ্রা বিনিময় সহজীকরণ, বন্ডেড ওয়্যার হাউস নির্মাণ ও ফ্রেইট ফরওয়ার্ডার্সদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের (বাফা) দ্বিবার্ষিকী নির্বাচনে (২০২১-২৩) সম্মিলিত ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার নগরীর এক অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত প্যানেল পরিচিতি সভায় সম্মিলিত ফোরাম তাদের ভিশন অর্জনে গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন। এসময় সদস্যদের বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্বে বাংলাদেশ ব্যাংকের বিএল সংক্রান্ত জটিলতা নিরসন, ঢাকাসহ অন্যান্য বিমান বন্দরে আমদানি-রপ্তানি কাজে স্ক্যানিং মেশিন বৃদ্ধি করা ও পণ্য রাখার জন্য কার্গো শেড নির্মামের বিষয়ে আলোচনা করা হয়। পরিচিতি সভায় প্যানেলের সদস্য কবির আহমদ, আমিরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য বক্তব্য রাখেন। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ইশতিহার ঘোষণা করা হবে চট্টগ্রামে ১৩ ডিসেম্বর ও ঢাকায় ১৫ ডিসেম্বর। প্যানেল লিডার কবির আহমেদের সম্মিলিত ফোরামে চট্টগ্রামের ক্যন্ডিডেটের মধ্যে রয়েছেন আমিরুল ইসলাম চৌধুরী মিজান, খায়রুল আলম সুজন, আক্তার কামাল চৌধুরী, মো. আলমগীর হোসাইন, এস এম মাহবুবুর রহমান, দোলন বড়ুয়া, মোহাম্মদ জহির ও মো. শাহ আলম। অন্যদিকে সম্মিলিত পরিষদ প্যানেলের লিডার হিসেবে আছেন রকিবুজ্জামান সাগর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট