চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চাঁদাবাজদের যুবলীগ থেকে বাদ দিতে হবে : ব্যারিস্টার শেখ নাঈম

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২১ | ১:৩৩ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, যারা চাঁদাবাজ, দুনীর্তিবাজ ও দাগী অপরাধী তাদেরকে যুবলীগ থেকে বাদ দিতে হবে। কমিটিতে এমন কোন লোককে বসানো যাবে না যাতে করে বর্তমান পরিছন্ন যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। যেসব ইউনিয়ন ও ওয়ার্ড পযার্য়ের কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসব কমিটি দ্রুত করে কেন্দ্রকে জানতে হবে। কমিটিতে পছন্দের মানুষ নয়, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। যুবলীগকে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। যুবলীগে পরিচ্ছন্ন নেতাদের মূল্যায়ন করা হবে, যোগ্যরাই দলে আসবে।

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে উত্তর জেলা যুবলীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, কার্যনির্বাহী সদস্য ড. বিমান চন্দ্র বড়ুয়া, সদস্য নিয়াজ মোরশেদ এলিট। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট