চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কারাগারে থেকে চকরিয়ায় ইউপি সদস্য নির্বাচিত

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২১ | ৯:৩০ অপরাহ্ণ

কক্সবাজারে চকরিয়ায় একটি হত্যা মামলায় মো. ওসমান গণি (৪০) নামে এক প্রার্থী কারাগারে থেকেও ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ৪৮৯ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন পেয়েছেন ৩১০ ভোট।

রবিবার তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

জানা যায়, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নার স্বামী সাবেক ছাত্র নেতা নাসির উদ্দিন নোবেল হত্যা মামলার এজাহার নামীয় আসামি মো. ওসমান গণি। ওই মামলায় তিনি গত ১ মাস ধরে কক্সবাজার কারাগারে রয়েছেন। কারাগারে থেকেও তিনি নির্বাচনে অংশ গ্রহণ করেন।

চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. শহীদুল ইসলাম পূর্ব বড় ভেওলায় ওসমান গণি কারাগারে থেকে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/জাহেদ/মামুন/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট