চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আগুন, ২ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণ

সীতাকুণ্ড সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২১ | ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটিং করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে অন্তত ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোন কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে সীতাকুণ্ডের বারআউলিয়া সাগর পাড়ে অবস্থিত এম. এ শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিকৃত একটি স্ক্র্যাপ জাহাজের ইঞ্জিন রুমে কাটিংয়ের কাজ করছিলো শ্রমিকরা। সেখানে কাটিংয়ের এক পর্যায়ে তেলের মধ্যে আগুনের ¯ফূলিঙ্গ পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় শ্রমিক ও ইয়ার্ড কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবুও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদের নেতৃত্বে ফোর্স নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তারা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সময়ে সেখানে উপস্থিত হন সীতাকুণ্ড থানার একটি টিম।

এম.এ শিপব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম জানান, জাহাজের ইঞ্জিন রুমে কাটিংয়ের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইয়ার্ডের কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে তাতে কোন হতাহত বা বড় ধরণের সম্পদহানি হয়নি।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ সাংবাদিকদের জানান, বিকেলে ওই জাহাজ ভাঙ্গা ইয়ার্ডের শ্রমিকেরা অক্সিঅ্যাসিটিলিন শিখা দিয়ে ইঞ্জিন রুমে কাটিং কাজ করার সময় হঠাৎ আগুনের ফুলকি নিচে জমে থাকা মবিলে ছিটকে পড়লে এ ঘটনা ঘটেছে। এতে অল্প কিছু জিনিসপত্র পুড়লেও ফায়ার সার্ভিসের তৎপরতায় জাহাজের মূল্যবান সবকিছুই রক্ষা পেয়েছে।

 

পূর্বকোণ/সৌমিত্র/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট