চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বান্দরবানে আচরণবিধি লঙ্ঘন, মেম্বার প্রার্থীকে জরিমানা

লামা সংবাদদাতা

২৮ নভেম্বর, ২০২১ | ২:৫০ অপরাহ্ণ

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ধাপে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে ৩৬টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে চলছে এই ভোট গ্রহণ।
এদিকে দুপুর ১২টায় আলীকদম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিউবয়েল প্রতীকের মেম্বার পদপ্রার্থী আবদুল মতিনকে ভোটারদের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লামা কাজী আতিকুর রহমান।
নির্বাচনকে ঘিরে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নির্বাচনে মাঠে আছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের চলছে। ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। পুলিশ, র‌্যাব ছাড়াও বিজিবি মোতায়েন করা হয়েছে।
৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০ হাজার ৭৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫,৪৬২ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ৩১৬ জন। ৩৬টি ভোটকোন্দ্রে ১০৯টি বুথে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

পূর্বকোণ/রফিক/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট